ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক নাইমের জন্মদিন

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক নাইমের জন্মদিন। বয়সের হিসাবে সুবর্ণজয়ন্তী। ১৯৭০ সালের আজকের দিনে তার জন্ম হয়।

বিশেষ এ দিনটি প্রসঙ্গে নাইম বলেন, আজকের এ বিশেষ দিনে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার বাবা-মা, শ্রদ্ধেয় পরিচালক এহতেশাম, চাঁদনীর প্রযোজকসহ এ সিনেমার সংশ্লিষ্ট সবাইকে। যতগুলো সিনেমাতে অভিনয় করেছি প্রত্যেকটির প্রযোজক, পরিচালক, সহশিল্পীসহ সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমার ভক্ত দর্শকের প্রতি ভালোবাসা। আমার স্ত্রী শাবনাজকে ধন্যবাদ আমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেয়ার জন্য। মহান আল্লাহ আমাকে দুই মেয়ে সন্তান উপহার দিয়েছেন, অশেষ কৃতজ্ঞতা আল্লাহর প্রতি। জীবনের বাকিটা দিন সুস্থ, সুন্দরভাবে কাটিয়ে দিতে চাই। করোনায় সবাই নিরাপদে থাকুন, সাবধানে থাকুন।

প্রসঙ্গত, নাঈম বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। ১৯৯১ সালে প্রয়াত বিখ্যাত পরিচালক এহতেশামের ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাঈম। এরপর ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’ সহ অনেক ছবিতে দেখা গেছে জনপ্রিয় এই জুটিকে। এখন পর্যন্ত এ জুটির একসঙ্গে অভিনীত শেষ ছবিটি হচ্ছে ‘ঘরে ঘরে যুদ্ধ’।

১৯৯৪ সালে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান নাঈম প্রডাকশন থেকে প্রযোজনা করেছিলেন ‘আগুন জ্বলে’। এতে তিনি শাবনাজ এর সাথে অভিনয় করেছিলেন । নাঈম সর্বশেষ ‘মেয়েরাও মাস্তান’ ছবিতে অভিনয় করেন এবং শাবনাজ সর্বশেষ ‘ডাক্তার বাড়ি’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর আর দুজনের কাউকেই চলচ্চিত্রে দেখা যায়নি। উল্লেখ্য, নাঈম-শাবনাজ জুটি ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিবাহবন্ধনে আবন্ধ হন।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *