বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কারাদণ্ডের প্রতিবাদে দুদিনের কর্মসূচি দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সকালে রাজধানীর কাঁটাবন এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে ছাত্রদলের তিন নেতাকে আটক করে পুলিশ। ওই তিন ছাত্রদল নেতারা হলেন বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান, কবি জসিম উদ্দিন হল ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ক অলিউর রহমান জনি এবং রোবাইয়াত শাহ নেওয়াজ।
জসিম উদ্দিন হল শাখা ছাত্রদল ভোরে কাঁটাবন এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশ সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে। পরে কাঁটাবনসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।