রাজধানী ঢাকা শহর আজ স্বস্তির বৃষ্টিতে ভিজলো। এ সময় দমকা বাতাসও বয়ে যায়। এফলে রাজধানী শহরের বাতাস ও পথ ঘাটও শীতল হয়ে উঠেছে। একই সঙ্গে ধর্মপ্রাণ রোজাদার মানুষের শরীর ফিরে পেয়েছে স্বস্তি।
গত দু’দিনের প্রচণ্ড গরমে অস্থির হয়ে উঠে জনজীবন। আজ শনিবার বেলা ১১টার দিকে বৃষ্টি শুরু হয় এবং জনজীবনে নেমে আসে স্বস্তি।