এবার বাংলাদেশি সিনেমায় নাম লেখাচ্ছেন বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। তরুণ পরিচালক অনন্য মামুনের নতুন ছবি ‘আমি তোমার হতে চাই’ ছবিতে একটি আইটেম গানে রাখি সাওয়ান্তকে দেখা যাবে!
এ ব্যাপারে মামুন জানান, ‘আমি তোমার হতে চাই’ ছবির একটি আইটেম গানে নাচবেন রাখি সাওয়ান্ত। এরইমধ্যে তাকে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৩ তারিখ ঢাকায় আসবেন রাখি।’
সোমবার শুরু হচ্ছে ছবির শুটিং। এতে বাপ্পী-মিম তৃতীয়বারের মতো জুটি হয়ে কাজ করছেন। ছবিটিতে এই দুই তারকার পাশাপাশি আরো অভিনয় করবেন জন, দিপালী, ডন, মনিরা মিঠু ও মিশা সওদাগর।
ছবির সংগীত পরিচালক হিসেবে থাকছেন হাবিব ওয়াহিদ, শফিক তুহিন, আহমেদ হুমায়ূন, নাভেদ পারভেজ ও আকাশ। গানে কণ্ঠ দেবেন হাবিব ওয়াহিদ, জেমস, মমতাজ, আকাশ, তাহসিন ও নন্দিতা।