তুরস্কে মার্শাল ল ঘোষণা

তুরস্কে মার্শাল ল (সেনাশাসন) ঘোষণা করে সারা দেশে কারফিউ জারি করেছে সেনাবাহিনীর একাংশ। তুরস্কের পার্লামেন্টের পাশে, প্রেসিডেন্ট ভবনে ও ইস্তাম্বুল বসফরাস প্রণালিতে গোলাগুলির শব্দ শোনা গেছে।

শুক্রবার সেনা অভ্যুত্থানের এ ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, সেনাবাহিনীর ক্ষুদ্র একটি অংশ এ অভ্যুত্থান চেষ্টা করছে।

তবে সিএনএন বলছে, তুরস্ক এ মুহূর্তে কোন পক্ষের নিয়ন্ত্রণে আছে তা স্পষ্ট নয়।

তুরস্কের সামরিক বাহিনী জানিয়েছে, তারা সরকারের কাছ থেকে ক্ষমতা জব্দ করেছে এবং মার্শাল ল ঘোষণা করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি বিষয়টি জানিয়েছে।

 

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *