তুরস্কে যাচ্ছে ক্ষেপণাস্ত্র এস-৪০০

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রোববার (৭ জুলাই) কার্গো বিমানগুলোতে লোড করা হবে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আগামী সপ্তাহের কোনো এক সময়েই তা তুরস্কে পৌঁছে দেওয়া হবে বলে বেসরকারিভাবে প্রচারিত সম্প্রচারকারী হাবেরট্রুক রিপোর্ট করে জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ক্রয়কৃত এস-৪০০-এর প্রাথমিক চালানটি রাশিয়ার সামরিক বিমানঘাঁটি থেকে দুটি কার্গো বিমানে করে পাঠানো হবে বলে কোনো সূত্র উদ্ধৃত না করে হাবেরট্রুক জানিয়েছে। রিপোর্টে আরো জানানো হয়, রাশিয়ান একটি দল ইনস্টলেশন তত্ত্বাবধান করবে, যাদের সোমবার (৮ জুলাই) তুরস্কে পৌঁছানোর আশা করা হচ্ছে।

ওয়াশিংটন আগেই বলেছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ন্যাটোর সহযোগী তুরস্কের কাছে পৌঁছানোর সময় মার্কিন নিষেধাজ্ঞার সূত্রপাত হবে। তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্র এস-৪০০ ক্রয় নিয়ে অনেক দিন ধরেই বিরোধিতায় রয়েছে।

আঙ্কারার সিদ্ধান্তের বিরোধিতা করে ওয়াশিংটন জানায়, ন্যাটোর প্রতিরক্ষাগুলোর সঙ্গে এস-৪০০ ক্রয় সামঞ্জস্যপূর্ণ নয়। রাশিয়ার ব্যবস্থা কিনলে মার্কিন যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানগুলো তুরস্কে সরবরাহ না করার হুমকিও দেয় যুক্তরাষ্ট্র, যা তুরস্কের ক্রয়ের পরিকল্পনা রয়েছে।

ওয়াশিংটন এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে লকহিড মার্টিন করপোরেশনের তৈরি এফ-৩৫ যুদ্ধবিমানগুলো থেকে তুরস্ককে বহিষ্কার করার প্রক্রিয়া শুরু করেছে।

তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং এফ-৩৫ প্রোগ্রাম থেকে তুরস্ককে বাতিল করা দুদেশের বহুদিনের বন্ধুত্বসুলভ সম্পর্কের তাৎপর্যপূর্ণ ক্ষতিসাধন করতে পারে।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *