দম ফেলার সুযোগ পাচ্ছেন না নুসরাত ফারিয়া

উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন নুসরাত ফারিয়া। এরপর নিজ যোগ্যতায় জায়গা কর নিয়েছেন সিনেমায়। অভিনয় করেছেন বেশ কয়েকটি আলোচিত সিনেমায়। তার হাতেও রয়েছে একাধিক বিগ বাজেটের কাজ। আবার কিছু দিন আগে সেরেছেন বাগদান। শিগগির বিয়েও করতে চলেছেন। সবমিলে ফারিয়ার জীবন চলছে দারুণভাবে।

তবে করোনাভাইরাসের কারণে এখন আর কর্মব্যস্ততা নেই নুসরাত ফারিয়ার। ঘরে থেকেই কাটছে তার সময়। আর এই সময়েই তিনি সেরে নিচ্ছেন আইন পরীক্ষা।

নুসরাত ফারিয়া ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে পড়ছেন। গত বছর প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছিলেন। এবার দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছেন। গত ১ জুলাই থেকে শুরু হয়েছে এই পরীক্ষা।

ফারিয়া জানান, অনলাইনে ক্লাস করে অনলাইনেই পরীক্ষা দিচ্ছেন তিনি। এজন্য অনেক পড়াশোনা করতে হচ্ছে। সব কিছু বাদ দিয়ে কেবল পরীক্ষা নিয়েই এখন তার ব্যস্ততা।

উল্লেখ্য, নুসরাত ফারিয়ার হাতে রয়েছে ‘অপারেশন সুন্দরবন’, ‘যদি কিন্তু তবুও’, ‘ভয়’ এবং নাম ঠিক না হওয়া ইফতেখার চৌধুরীর একটি সিনেমা। করোনা কেটে গেলে আবারও তিনি এসব সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *