দীপংকর দীপনের নতুন সিনেমায় মিম

সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামালের পর দেশের প্রথম সাইবার থ্রিলার ‘অন্তর্জাল’-এ যুক্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ২০ জুন সন্ধ্যায় সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওসের অফিসে চুক্তি স্বাক্ষর করেন তিনি। সিনেমাটিতে মিমকে দেখা যাবে আইটি স্পেশালিস্ট হিসেবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিনেমাটির পরিচালক দীপংকর দীপন বলেন, সাইবার অ্যাটাকের ক্ষেত্রে দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিজিডি ই-গভ সার্টের একজন কর্মকর্তা হিসেবে প্রতিনিধিত্ব করবেন বিদ্যা সিনহা মিম। তিনি দেশের বাইরে থেকে প্রযুক্তি ও সাইবার বিষয়ে পড়াশোনা করে আসা এক তরুণী। তবে তাঁর চরিত্রে রয়েছে উত্থান-পতন ও নাটকীয়তা।

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম বলেন, একটি দেশ যখন সাইবার অ্যাটাকের মুখে পড়ে, তখন সেই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগোষ্ঠী মিলে দেশকে রক্ষা করে। এই চলচ্চিত্রে আমি দেশকে রক্ষার যুদ্ধে নামব সার্টের (CIRT) সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে। বাংলাদেশের অনেক কম মানুষই সার্ট বিষয়ে জানে, এই চরিত্রের মাধ্যমে আমি সার্ট বিষয়ে দেশের মানুষকে জানাতে পারব এবং সাইবার সচেতনতা তৈরিতে ভূমিকা রাখব।

এই চলচ্চিত্রে যুক্ত হওয়ার সেটি বড় কারণ। সেইসঙ্গে দীপনদার সঙ্গে কাজ করবার আগ্রহও কাজ করেছে। আমি অনেক চলচ্চিত্রে অনেক চরিত্রে অভিনয় করেছি, তবে এই চরিত্রটির মতো কোনো চরিত্র আমার ক্যারিয়ারে নেই। সত্যি বলতে, এই ধরনের গল্প ও ক্যারেক্টার বাংলা সিনেমায় আগে আসেনি। আমি এই ছবিতে কাজ করতে পেরে আনন্দিত।’

 

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *