দীপিকার ছবি নিয়ে সঞ্জয় লীলা আপত্তি

বলিউডের জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবতী’ ছবির শ্যুটিং করছেন দীপিকা পাড়ুকোন। ছবিতে রাণী পদ্মাবতীর চরিত্রে দেখা যাবে তাকে। তাই তার ব্যাপারে বেশ রক্ষণশীল নির্মাতা। নানা নিয়মের বেড়াজালে আবদ্ধ করে রেখেছেন দীপিকাকে।

সম্প্রতি একটি সাময়িকীতে প্রচ্ছদকন্যা হিসেবে দীপিকার উপস্থিতে আপত্তি তুলেছেন বানশালী। এতে দীপিকাকে যেভাবে দেখা গেছে তা পছন্দ হয়নি তার। ফটোশ্যুটের ছবিগুলো ইনস্টাগ্রামে দিয়েছেন দীপিকা। তাতেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

‘পদ্মাবতী’ ছবিতে ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে দীপিকাকে। কিন্তু এসময় তার এসব কর্মকাণ্ড দর্শকদের মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেই আশঙ্কা থেকেই বানশালির এ আপত্তি। দীপিকা অবশ্য সেই ছবিগুলো এখনো রেখে দিয়েছেন ইনস্টাগ্রামে।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *