মাহিম করিমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে স্বামীকে সাথে নিয়ে বিশেষ বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা করিম। এরপর গত প্রায় দুই বছর আর কোনো টিভি অনুষ্ঠানে বা নাটকে সারিকা করিমকে দেখা যায়নি। দুই বছর পর দর্শক ছোট পর্দায় সারিকাকে দেখবেন তানিয়া আহমেদ নির্মিত ফ্যাশন-বিষয়ক বিশেষ ঈদ অনুষ্ঠান ‘লাক্স স্টাইলচেক’। গত ৬ জুন রাতে সারিকার পর্বটি দৃশ্য ধারণের কাজ শেষ করেন নির্মাতা তানিয়া আহমেদ। মারিয়া নূরের উপস্থাপনায় ফ্যাশন-বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন সারিকা। সারিকা বলেন, বিয়ের পর বেশ ক’টি টিভি শোতে অংশগ্রহণ করেছিলাম। এর বেশ কয়েক মাস পর আমি মা হলাম, তারপর একমাত্র মেয়ে স্যাহ্রিশকে নিয়ে ব্যস্ত থেকেছি। যে কারণে টিভি অনুষ্ঠানে আমাকে দেখা যায়নি। লাক্স স্টাইলচেক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বেশ ভালো লেগেছে। আশা করি দর্শকেরও ভালো লাগবে আমার পর্বটি। ‘১৯৫২ এন্টারটেইনম্যান্ট লিমিটেড’ প্রযোজিত ‘লাক্স স্টাইলচেক’ অনুষ্ঠানে আসছে ২৪ জুন সারিকাকে দেখা যাবে একযোগে ১৬টির বেশি চ্যানেলে। এ দিকে অভিনয়ে ফেরার কোনো সম্ভাবনা আছে কি নাÑ এমন প্রশ্ন করলে সারিকা বলেন, এবারের ঈদে অভিনয়ে ফেরার কোনো সম্ভাবনা আপাতত নেই। তবে আগামী ঈদে হয়তো বা অভিনয়ে ফিরতেও পারি। সেটা পুরোপুরি সময়ের ওপর নির্ভর করছে, দেখা যাক কী হয়।
Check Also
কাশিমপুর কারাগারে পরীমণি
আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …