দেশবাসী নিরাপত্তাহীন অন্ধকার গুহায় বসবাস করছে ‘খালেদা’

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সোমবার এক বিবৃতিতে বলেন, দেশে শুরু হয়েছে সিরিয়াল কিলিং। দেশে যেন প্রতিমুহূর্তে গোরস্থানের পরিসরই বিস্তৃত হচ্ছে। দেশবাসী যেন এক নিরাপত্তাহীন অন্ধকার গুহায় বসবাস করছে। চারদিকে ভয়, শঙ্কা আর আতঙ্ক নিয়েই দেশের মানুষ এখন অনিশ্চিত জীবনযাপন করছে।

রোববার চট্টগ্রামের ব্যস্ততম এলাকা জিইসির মোড়ে প্রকাশ্যে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যা এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনগ্রামে মা মারিয়া গির্জার পশ্চিম পাশে খ্রিস্টান মুদি দোকানদার সুনীল দানিয়েল গোমেজ হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও নিন্দা জানান খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *