দেশে করোনাভাইরাসে আরও ১৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৩০

দেশে গত ২৪ ঘন্টায় আরও ৯৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৬ জন। মৃতদের মধ্যে ১৬ জনই পুরুষ। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৩১৪ জনের। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ২০ হাজার ৯৯৫।

গত ২৪ ঘন্টায় মোট ৬ হাজার ৫০১ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ৬ হাজার ৭৮২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ঢাকার ৩ হাজার ৭২৪ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৫৮টি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৫ জন। বর্তমানে আইসোলেশনের আছেন ৩ হাজার ৪৬ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫১ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১ হাজার ৫৩০ জন।

শনিবার (১৬ মে) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *