দেশে করোনাভাইরাসে আরও ২৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭৬৪

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৭৬৪ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। মারা গেছেন আরও ২৮ জন। জেলাভিত্তিক ঢাকা বিভাগে ১৮ জন এবং অন্যান্য জেলার ১০ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৬১০ জনের। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৪৪ হাজার ৬০৮।

গত ২৪ ঘন্টায় ৯ হাজার ৯৮৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৫৪টি। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬০ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৪৬৯ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৫ হাজার ৫২৯ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮০ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২ হাজার ৮৯০ জন।

শনিবার (৩০ মে) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *