দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩৫৩১ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩৯ জন। ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহী ২ জন, সিলেট ১ জন, খুলনা ৪ জন, রংপুর ১ জন এবং বরিশাল বিভাগের ৪ জন। ৩৯ জনের মধ্যে ৩৫ জন পুরুষ ও ৪ জন নারী।
এ নিয়ে মোট প্রাণহানি হলো ১ হাজার ৪৬৪ জনের। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ১ লাখ ১২ হাজার ৩০৬ জনে।
গত ২৪ ঘন্টায় মোট ১৫ হাজার ৭১০ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ১৫ হাজার ৫৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৮৪ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৬৩১ জনকে।
রোববার এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।