দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২ হাজার ৮২৮ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৯১ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮১১ জনের।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ১৪ হাজার ৬৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৫০টি ল্যাবে পরীক্ষা করা হয় ১৪ হাজার ৮৮টি নমুনা।
শুক্রবার (৫ জুন) তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।