দেশে নারী নির্যাতনের ঘটনায় সরকারও বিব্রত

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সারা দেশে নারী নির্যাতনের ঘটনায় সরকারও বিব্রত। আমরাও এসব ঘটনার সঠিক বিচার দাবি করছি।

আজ বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম স্মরণে সংবিধান, বিচার বিভাগ ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মাহমুদ হোসেন এ কথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই অ্যাটর্নি জেনারেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান বিচারপতি বলেন, বিচারপ্রার্থীদের শেষ আশ্রয়স্থল হলো বিচার অঙ্গন। ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অনেক চেষ্টা চালিয়ে গেছেন। ভার্চুয়াল আদালতের অন্যতম প্রবক্তা ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দেশে করোনা পরিস্থিতিতে আদালত অঙ্গন সচল রাখতে তিনি অনেক অবদান রেখেছেন।

১৯৮২ সালে হাইকোর্টে তাঁর সঙ্গে পরিচয় হয়। কিন্তু তাঁর সঙ্গে সখ্যতা তৈরি হয় ১৯৯২ সালে। আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করলে তিনি বুদ্ধি ও পরামর্শ দিয়ে আমার জয়ে অবদান রাখেন।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেলের আত্মার মাগফিরাত কমনা করে দোয়া করা হয়।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *