দোতলা বাসে ভয়াবহ আগুন, মৃত্যুর আশঙ্কা বহু যাত্রীর

শুক্রবার রাতে উত্তরপ্রদেশের কনৌজে জিটি রোডের ছিবরামউ থানা এলাকায় ডবল ডেকার বাসে ভয়াবহ আগুন। একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। যার জেরে বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন।

দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। বাসের মধ্যে বহু মানুষ আটকে আছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

এ দিকে, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পদক্ষেপ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সর্বশক্তি দিয়ে উদ্ধার কাজে ঝাঁপানোর জন্য স্থানীয় প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি দুর্ঘটনায় জখম ব্যক্তিদের যাতে সঠিক চিকিৎসা হয়, তা বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *