ধর্ষণের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় জয়া

দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। সম্প্রতি নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণ করে নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপর আন্দোলনে-প্রতিবাদে ফুঁসে উঠেছে গোটা দেশ। সব শ্রেণিপেশার মানুষ এ ঘটনার বিচারের দাবি জানাচ্ছে। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফেরিফায়েড ফেসবুক পেজে এর প্রতিবাদে স্ট্যাটাস দিয়েছেন। সেটি সময়ের পাঠকদের জন্যে তুলে ধরা হলো :-

‘ছিঃ

কীভাবে এই দৃশ্যটি আমি দেখি! ফোনে ফোনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই নির্মম নিষ্ঠুর ভিডিও আমারই দেশে তৈরি, এও বিশ্বাস করতে হবে? আমারই কোনো বোনকে লাঞ্ছনায় নরকের অতলে পৌঁছে দিচ্ছে আমারই পাশের বাড়ির এক ছেলে, এও আমাকে দেখতে হবে আমারই ভাইয়ের রক্তেভেজা লাল–সবুজের দেশে?

নিষ্পাপ শিশু, সরল আদিবাসী, বেড়াতে যাওয়া আনন্দিত স্ত্রী, ঘরের কোণে সংসারী মা-সবাই হয়ে যাচ্ছে নরকের অঙ্গারে পোড়া ছবি। একের পর এক এই সর্বনাশা ঢেউ কোথায় ভাসিয়ে নিচ্ছে আমাদের? তাহলে কি মেনে নিতে হবে, ধর্ষণের অতিমারিই আমাদের গন্তব্য?

না। এই পরিণতি আমরা কখনোই মেনে নেব না। এ যদি পৌরুষ হয়, তাকে আমি বলি, ছিঃ। সবাই কণ্ঠ মিলিয়ে চিৎকার করে বলি, ছিঃ।
আর, তুমি এই হৃদয়ে উঠে এসো, দুঃখিনী বোনটি আমার।’

https://www.facebook.com/Jaya.Ahsan.07/photos/a.562833040716507/1313196639013473

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *