নকলে সহযোগিতা করলে কঠোর ব্যবস্থা গ্রহন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, কোনো শিক্ষকের বিরুদ্ধে প্রশ্নফাঁস কিংবা নকলে সহযোগিতার অভিযোগ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেএসসি-জেডিসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান।

শিক্ষার্থীদের অনুরোধ করেন, পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার। আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জেএসসি-জেডিসি পরীক্ষায় ২৮ হাজার ৭৬১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেবে, ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। দেশে পরীক্ষা কেন্দ্র সংখ্যা ২ হাজার ৭৩৪টি আর বিদেশে রয়েছে, ৮টি। আগামী ১৭ নভেম্বর শেষ হবে, এই পরীক্ষা। ফল প্রকাশ করা হবে, পরবর্তী ৩০ দিনের মধ্যে।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *