নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৬১

শুক্রবার (৩ এপ্রিল) করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে নতুন করে আরও ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১ জনে। এদের মধ্যে মারা গেছেন ছয়জন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পরামর্শ দেন, যদি কারো সর্দি কাশি হয়ে থাকে, সামান্য জ্বর, গলাব্যথা থাকলে বাড়িতেই চিকিৎসা নেন। প্রয়োজনে হটলাইনে কথা বলুন। ১৬২৬৩, ৩৩৩ ফোন করার পরামর্শ দেন তিনি।

সারা বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৫ হাজার ৪৬৬ জন। প্রাণ হারিয়েছেন ৫৩ হাজার ১৯০ জন এবং আক্রান্তদের ২ লাখ ১২ হাজার ২২৯ জন সুস্থ হয়েছেন।

এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৬৬ জন এবং মারা গেছেন ৬ হাজার ৭৫ জন।

মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৯১৫ জনের। এছাড়া আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ২৪২ জন।

 

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *