নতুন করোনায় শনাক্ত ১২৭৩, মারা গেছেন ১৪ জন

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ১২৭৩ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ২২২৬৮।

গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১৪ জন। মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ১ জন নারী। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৩২৮ জনের।

গত ২৪ ঘন্টায় মোট ৮৫৭৪ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ৮১১৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪০৮টি। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৪৩৭৩ জন।

২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ২৭৬ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৩ হাজার ২৪৮ জন। এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১ হাজার ৬০৪ জন।

রবিবার (১৭ মে) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *