নতুন ছবি নিয়ে পর্দা কাঁপাতে আসছেন দিশা পটানি

বোল্ড ছবির জন্যই যেন সব সময় রয়েছেন আলোচনার ঠিক কেন্দ্রবিন্দুতে বিকিনি সুন্দরী দিশা পটানি ৷ শেষ তাঁকে দেখা গিয়েছে ‘মালাঙ্গ’-তে ৷ এ বার নতুন ছবি নিয়ে পর্দা কাঁপাতে ফের আসছেন দিশা ৷ টাইগার শ্রফের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যাওয়ার পর এ বার একেবারে নতুন নায়কের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে তাঁকে ৷

৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল দিশা পটানি-আদিত্য রায় কাপূরের ছবি ‘মালাঙ্গ’ ৷ ছবি মুক্তির আগেই দিশা-আদিত্যর কিসিং সিন দারুণ সাড়া ফেলেছিল নেট দুনিয়ায় ৷

এ বার সমুদ্র সৈকতে একাই ঝড় তুললেন দিশা ৷ লাল-কালো বিকিনিতে সোশ্যাল মিডিয়া কাঁপালেন বলিউডের বিকিনি বেব ৷ এমনিতে সবসময়ই নিজের ফিটনেস আর ফিগারের জন্য চর্চায় থাকেন দিশা। কখনও নিজের ঘরের কাজের ভিডিও, কখনও বোল্ড ফটোশ্যুটের ছবি, কখনও জিমে কসরৎ আবার কখনও নিজেদের পারফরম্যান্সের ভিডিও নিয়মিত আপলোড করেন তিনি ৷

এ বারও সমুদ্র সৈকতে তাঁর আগুন ছড়ানো ছবির উষ্ণতায় ঝড় উঠল হাজার হাজার ভক্তের মনে। সকলে একবাক্যে স্বীকার করবেনই, ফিগারটা বড্ডই ভাল নায়িকার । তবে তিনি কোথায় বেড়াতে গিয়েছেন সে বিষয়ে বিন্দুমাত্র আভাস দেননি কাউকে। কিন্তু ঘনিষ্ঠ সূত্র বলছে, ‘প্রাক্তন’ বয়ফ্রেন্ড টাইগার শ্রফের সঙ্গেই মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন নায়িকা।

https://www.facebook.com/DishaPatani/photos/pcb.1875170235986046/1875170182652718

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *