নারায়ণগঞ্জে পোস্টার-ব্যানার সরানোর নির্দেশ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন সামনে রেখে পোস্টার, ব্যানার, বিলবোর্ড, ফেস্টন, দেয়াল লিখন নিজ উদ্যোগে অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার ঢাকার শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে এ নির্দেশ দেন এ সিটির রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার। তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ আগামী বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে।

গতকাল সোমবার ঘোষিত তফসিল অনুযায়ী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। আগামী ২৪ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৪ ডিসেম্বর এবং প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৫ ডিসেম্বর।

সূত্র: এনটিভি

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *