নারায়ণগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৫২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৫২ জনের মধ্যে আজ ৪৯ জনের লাশ নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। মর্গের ভেতর থেকে পোড়া লাশের গন্ধ ভেসে আসছে। আর মর্গের বাইরে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।

মর্গের ভেতর থরে থরে সাজানো হয়েছে ৪৯টি মরদেহ। পোড়া লাশের গন্ধে ভারি হয়ে উঠেছে সেখানকার বাতাস। এই বাতাস আরও ভারি করে তুলেছে লাশ নিতে আসা স্বজনদের কান্নার আওয়াজ। লাশগুলো এত বেশি পুড়ে গেছে যে, মুখ দেখে চেনার উপায় নেই। ফলে স্বজনরা নিহত ব্যক্তির ছবি নিয়ে হাজির হয়েছে মর্গে।

স্বজনরা নিহত ব্যক্তির ছবি দেখিয়ে পুলিশের কাছে আকুতি জানাচ্ছে লাশটি ফিরে পেতে। কিন্তু লাশ চেনার উপায় তো নেই। সেজন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করছে। ডিএনএ পরীক্ষা করে লাশের সঙ্গে মিললে বুঝিয়ে দেওয়া হবে লাশ।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার পর পরই গোটা ভবনে লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আজ শুক্রবার বিকেল পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার রাতে তিনজন এবং আজ শুক্রবার দুপুরের পর আরও ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এসব লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *