নিজের অফিসের সামনে থেকে এক নারীকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, অফিসের সামনে থেকে ২৪ বছরের এক নারীকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে গুরজিন্দর সিং ওরফে জোজো নামে ওই যুবক। এ সময় ওই নারী সাহায্য চেয়ে চিৎকার করছেন। অপহরণকারীর হাত থেকে বাঁচতে আর্তনাদ করছেন। কিন্তু, তাকে সাহায্য করতে কেউই এগিয়ে আসেনি। এরপরই তাকে কাছের একটি ফার্মহাউজে নিয়ে ধর্ষণ করা হয়। গত ২২ এপ্রিল ভারতের পাঞ্জাবের মুক্তসার জেলায় এ ঘটনা ঘটে।
Check Also
গৃহবধূ রাফিজার মুখে হেক্সিসল ঢেলে হত্যার চেষ্টা
টাঙ্গাইলের কালিহাতীতে যৌতুকের জন্য রাফিজা সুলতানা নামে এক গৃহবধূকে পিটিয়ে মুখে হেক্সিসল ঢেলে হত্যাচেষ্টা করা …