নাশকতার মামলায় গয়েশ্বর চন্দ্র রায় কারাগারে

রাজধানীর রমনা থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মাহমুদুল হাসান এ আদেশ দেন।

এর আগে আজ বিকেল ৩টা ৩০ মিনিটে গয়েশ্বর চন্দ্র রায়কে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায়ের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেছেন, গয়েশ্বরকে আজ রমনা থানার মামলায় আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সে আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর পক্ষে জামিনের আবেদন করা হয়। বিচারক জামিনের আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সানাউল্লাহ মিয়া জানান, এ ছাড়া আজ রমনা ও শাহবাগ থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের ও নাশকতার ৫১ মামলায় বিএনপির বিভিন্ন নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *