শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া দীঘি এবার নায়িকা হয়ে বড় পর্দায় কাজ শুরু করতে যাচ্ছেন। এরই মধ্যে বেশ কিছু সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি। সে ছবির গল্পগুলো ভালোভাবে পড়ছেন এই তারকা।
গত শনিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজনের একটি অনুষ্ঠানে চিত্রনায়ক ইমনের সঙ্গে মঞ্চে উপস্থাপনাও করেন দীঘি। দীঘি বলেন, শিল্পী সমিতির বনভোজনে ইমন ভাইয়ের সঙ্গে মঞ্চে উপস্থাপনা করলাম। ভালো লেগেছে আমার।
এদিকে নতুন বেশকিছু সিনেমার কাহিনী হাতে পেয়েছি। খুব শিগগিরই বড় পর্দায় কাজ শুরু করবো। এবার নায়িকা হয়েই কাজ করবো। সেজন্যই এতদিন কোনো নতুন কাজ হাতে নেয়া হয়নি। তবে নায়ক হিসেবে কে থাকবে সেটা এখনই জানাতে চান না দীঘি। চমক হিসেবেই রাখতে চান নায়কের নাম।
উল্লেখ্য, পাঁচ থেকে ছয় বছর বয়সে দীঘি ৩৬টি চলচ্চিত্রে অভিনয় করেন। ‘কাবুলিওয়ালা’, ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘এক টাকার বউ’ সিনেমায় অভিনয়ের জন্য শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন দীঘি। মাঝে লম্বা সময় কাজ বন্ধ করে মনোযোগ দেন পড়ালেখায়। পড়াশুনার পাশাপাশি ভালো কাহিনীর সিনেমায় কাজ করতে চান দীঘি।