না ফেরার দেশে ‘কৃষ্ণা রাজ কাপুর’

বলিউডের কিংবদন্তীতূল্য অভিনেতা রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর সোমবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭।

কৃষ্ণা রাজ কাপুরের বড় ছেলে রণধীর কাপুর জানিয়েছেন, সকাল ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে আমার মায়ের মৃত্যু হয়েছে। তার চলে যাওয়াতে আমরা শোকাহত।

১৯৪৬ সালে রাজ কাপুরের সঙ্গে বিয়ে হয় কৃষ্ণা মালহোত্রার। বিয়ের পর কৃষ্ণা রাজ কাপুর নামে পরিচিত হন তিনি। ১৯৮৮ সালে মৃত্যু হয় রাজ কাপুরের।

বলিউডের জনপ্রিয় এ দম্পতির পাঁচ সন্তান বলিউড অভিনেতা রণধীর কাপুর, ঋষি কাপুর, রাজীব কাপুর, রিমা জেইন ও রিতু নানা। তাদের নাতি-নাতদিনের মধ্যে আছেন বলিউডের তরুণ অভিনেতা রণবীর কাপুর, কারিনা কাপুর ও কারিশমা কাপুর।

পরিবারের বেশিরভাগ সদস্যই চলচ্চিত্রের সঙ্গে জড়িত হওয়ায় কৃষ্ণা রাজকে প্রায় দেখা যেত চলচ্চিত্রের প্রদর্শনীতে। সর্বশেষ সন্তান ঋষি কাপুরের ‘১০২ নট আউট’ ছবির প্রদর্শনীতে দেখা গেছে তাকে। এছাড়া পরিবারের সদস্যদের সাথে নিয়মিতই দেশের বাইরে বেড়াতে দেখা যেত কৃষ্ণা রাজ কাপুরকে।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *