নিউইয়র্কে প্রথম করোনার ডোজটি নেন নার্স স্যান্ড্রা লিন্ডসে

সোমবার সকাল থেকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকার প্রথম ডোজটি নেন নিউইয়র্কের নার্স স্যান্ড্রা লিন্ডসে।

নিউইয়র্কের কৃষ্ণাঙ্গ ওই নার্সের হাত ধরেই যুক্তরাষ্ট্রে করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হলো বলে মনে করা হচ্ছে। তিনি নিউইয়র্কে প্রথম টিকা নিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রজুড়ে তিনিই প্রথম কি না প্রশাসন তা নির্দিষ্ট করে জানায়নি।

স্থানীয় সময় সোমবার সকালে নর্থওয়েল হেলথ এমপ্লয়ি হেলথ সার্ভিসেসের ডিরেক্টর মিশেল চেস্টারের তত্ত্বাবধানে সেখানেই স্যান্ড্রার ওপর প্রতিষেধকের প্রথম ডোজটি প্রয়োগ করা হয়। নিজে থেকেই স্যান্ড্রা প্রতিষেধকের প্রথম ডোজটি নিতে এগিয়ে আসেন। তিনি বলেন, করোনার সম্মুখযোদ্ধা বিশ্বের সব নার্স ও চিকিৎসককে ধন্যবাদ জানাই এ প্রাণঘাতী মহামারির বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে আক্রান্তদের সেবা দিয়ে যাওয়ার জন্য।

নিউইয়র্কের কুইন্সের লং আইল্যান্ড জিউইশ মেডিকেল সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এতদিন মুমূর্ষু রোগীদের সামলেছেন অ্যাফ্রো-আমেরিকান স্যান্ড্রা। মহামারি করোনায় যুক্তরাষ্ট্রের বিপর্যস্ত শহরগুলোর মাঝে নিউইয়র্ক অন্যতম।

দীর্ঘ প্রতীক্ষার পর টিকা দেওয়া শুরু হওয়ায় মার্কিন প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *