নৌ মন্ত্রীর অপসারণ চেয়ে ‘স্মারকলিপি’

আজ বুধবার দুপুর ১টার দিকে ডাকযোগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি স্মারকলিপি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

স্মারকলিপিতে ইউনুছ আলী কয়েকটি পত্রিকার সূত্র উল্লেখ করে বলেন, মন্ত্রীর বাসায় গণবিরোধী ধর্মঘটের সিদ্ধান্ত হয়েছিল। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী হয়ে জনদুর্ভোগ হয় পরিবহন শ্রমিকদের এমন ধর্মঘটে তিনি সমর্থন দিতে পারেন না। এই ধর্মঘটে সম্পৃক্ততা থাকায় তিনি সংবিধান লঙ্ঘন করেছেন এবং মন্ত্রী হিসেবে শপথ ভঙ্গ করেছেন।

ইউনুছ আলী আরো জানান, সংবিধানের ৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী শাজাহান খান আর মন্ত্রী পদে থাকতে পারেন না। তাই বিষয়টি বিবেচনা করে ৫৬(২) অনুযায়ী মন্ত্রী শাহাজাহান খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *