পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার থেকে শুরু রমজান মাস। আজ এশার নামাজের পর তারাবির নামাজের মাধ্যমে শুরু হবে পবিত্র রমজান। সংক্রমণ ঝুঁকি এড়াতে তারাবি সহ সব ধরণের এবাদত ঘরে পালনের জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।
করোনাভাইরাসের আক্রমণে নাকাল বিশ্ব। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মসজিদে বন্ধ রয়েছে নামাজ আদায়। মানুষ রক্ষার যুদ্ধে রমজানে সব ধরনের আনুষ্ঠানিকতাও ঘরবন্দী হচ্ছে। রোজায় সেহরি ইফতারে থাকবে না কোন আড়ম্বর আয়োজন। বাইরের ইফতারের সকল আয়োজনই থাকবে বন্ধ। এছাড়াও ইফতার পার্টির নামে এবার রাজনৈতিক সামাজিক সংগঠনগুলোরও কোন অনুষ্ঠান হচ্ছে না। মুসলমানদের ঘরেই আদায় করতে হবে তারাবির নামাজ। তবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, হাফেজসহ সর্বোচ্চ ১২ জন তারাবিহ পড়তে পারবেন।