পবিত্র শবে বরাতে পটকা-বাজি ফোটানো নিষিদ্ধ

আগামী ২২ মে রোববার সন্ধ্যায় সারা দেশে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। ওই দিন সন্ধ্যা ৬টা থেকেই পটকা-বাজি নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে আজ শনিবার বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছে। ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ক্ষার-জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

About স্টাফ রিপোর্টার

Check Also

ঢাকায় চালু হচ্ছে ফাইভ-জি মোবাইল নেটওয়ার্ক সেবা। রাজধানীর প্রায় ২০০টি স্থানে এ সেবা পাওয়া যাবে।এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *