সম্প্রতি উত্তর কোরিয়ায় অনুষ্ঠিত ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কংগ্রেসের ভাষণে জং-উন বলেন, দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে না পড়লে তাঁর দেশ পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। এ ছাড়া আগের বৈরী দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইচ্ছা তাঁর। ১৯৮০ সালের পর এই প্রথম দেশটিতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত হলো। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এই তথ্য জানিয়েছে।
বিবিসি জানায়, আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করে ২০০৬ সালে প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর পর থেকেই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে বারবার হুমকি দিয়েছে তারা।