পরীক্ষা দিতে হবে না, অষ্টম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থী পাস

আর কোনো ক্লাস করতে হবে না। পরীক্ষাও দিতে হবে না। চলতি শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে পাস করিয়ে দেয়া হয়েছে। কাউকেই ফেল করানো হয়নি। সবাইকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হয়েছে।

বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ ঘোষণা দিয়েছেন। এমন অদ্ভুত ঘোষণার পেছনে চলমান করোনা পরিস্থিতিই একমাত্র কারণ বলে জানা গেছে।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন,শিক্ষা দফতর থেকে এ সিদ্ধান্ত এসেছে, যে যেখানেই থাকুক এবার প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত রাজ্যের সব শিক্ষার্থীকে পাস বলে গণ্য হয়েছে। পরের ক্লাসে তারা উত্তীর্ণ হবে। এ ব্যাপারে বিপরীত কোনো মন্তব্য চলবে না।

তবে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয় বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, এ ক্ষেত্রে প্রযুক্তিকে কাজে লাগিয়ে কীভাবে পড়াশোনা চালানো যায়, তা নিয়ে শিক্ষা দফতর চিন্তা-ভাবনা করছে। এ ক্ষেত্রে ইন্টারনেট, ই-মেইল, ভিডিও কনফারেন্স করে তাদের শিক্ষা ব্যবস্থা চালিয়ে নেয়া হবে।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *