পহেলা বৈশাখে বিকেল ৪টার পর ঢাবি এলাকায় প্রবেশ নিষেধ

বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন নিয়ে কোন ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্ষবরণ উদযাপনকে সামনে রেখে সম্ভাব্য ঝুঁকিগুলো মাথায় রেখে সবার নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ। ওইদিন বিকেল ৪টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় কেউ প্রবেশ করতে পারবেন না। এছাড়া ৫টার মধ্যে সব ধরনের অনুষ্ঠান-সমাবেশ শেষ করতে বলা হয়েছে। ভুভুজেলা বাঁশি মানুষকে উত্ত্যক্ত করায় এটিকে নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *