বলিউড বাদশাহ শাহরুখ খান বলেছেন, পাকিস্তানি সুপারস্টার মাহিরা খানের সাথে তার অভিনয় অভিজ্ঞতা ভুলতে পারছেন না। তিনি তাকে মিস করছেন। তারা রইস ছবিতে একসাথে অভিনয় করেছেন।
এক টুইটবার্তায় শাহরুখ খান বলেন, ‘প্রথমে আমি পেশাগতভাবে বলছি। মাহিরা সত্যিই দারুণ অভিনেত্রী। সে আসলেই একেবারে ভিন্ন। সে খুবই শান্ত। রইস ছবিটাও ছিল দিলওয়ালে বা হ্যাপি নিউ ইয়ার থেকে ভিন্ন।’
শাহরুখ খান এখানেই থেমে থামেননি। তিনি মাহিরা সম্পর্কে আরো কিছু প্রশংসাসূচক কথা বলেন।
তিনি আরো বলেন, মাহিরা তার জন্য পাকিস্তান থেকে বিশেষ উপহার এনেছিলেন। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে মাহিরা সত্যিই সুইট। আমি তাকে মিস করছি।
Check Also
কাশিমপুর কারাগারে পরীমণি
আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …