পাকিস্তানের তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ হোসেন চৌধুরী টুইট বার্তায় হুঁশিয়ারি দিয়েছেন, কাশ্মীরকে আরেকটি ফিলিস্তিন বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। আর কোনো যুদ্ধ যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে ইসলামাদ প্রস্তুত থাকবে।

টুইট বার্তায় ফাওয়াদ লেখেন, ‘কাশ্মীরে জনসংখ্যার অনুপাতে পরিবর্তন এনে এবং সেখানে বসতি স্থাপন করে কাশ্মীরকে আরেকটি ফিলিস্তিন বানানোর চেষ্টা করছে মোদি সরকার। সাংসদদের তুচ্ছ বিষয় নিয়ে দ্বন্দ্ব বন্ধ করতে হবে। রক্ত, ঘাম, চোখের পানি আর শ্রম দিয়ে ভারতকে প্রতিহত করতে হবে। যদি আমাদের ওপর কোনো ধরনের যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তবে সেটা মোকাবিলা করতে হবে।’

গত সোমবার ভারতের সংসদে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাকিস্তানের তথ্যমন্ত্রী এ ধরনের মন্তব্য করলেন। এদিকে ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং রাজ্য দুটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার বিল লোকসভায় পাস হয়েছে। মঙ্গলবার ভারতের লোকসভায় সংবিধানের ৩৭০ ধারা বিলোপের বিলটি অনুমোদন দেওয়া হয়।

লোকসভায় পাসের পর এখন দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হবে জম্মু-কাশ্মীর ও লাদাখ। জম্মু ও কাশ্মীর পুনর্গঠন সংক্রান্ত বিল রাজ্যসভায় পাস হওয়ার একদিন পরই লোকসভায় পাস হয় বিলটি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ প্রস্তাবটি লোকসভায় উত্থাপন করেন।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *