পাকিস্তানে জরুরিভিত্তিতে ভারতের একটি বিমান অবতরণ

পাকিস্তানের ইসলামাবাদ বিমানবন্দরে রোববার জরুরিভিত্তিতে ভারতের একটি বিমান অবতরণ করে। জ্বালানি নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি সেখানে অবতরণ করে। বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানায়, এয়ার অ্যাম্বুলেন্সটি প্রথমে পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন অথরিটির (সিএএ) সঙ্গে যোগাযোগ করে। তাদের জানানো হয়, তাদের জরুরি অবতরণ দরকার। জ্বালানি প্রায় শেষ হয়ে গেছে।

ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সে ছিলেন ব্রিটিশ একজন রোগী, চিকিৎসক ও দুজন নার্স। কলকাতার দমদম বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল এয়ার অ্যাম্বুলেন্সটি।

জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সটি তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে যাচ্ছিল। মাঝ আকাশেই দেখা যায় জ্বালানি প্রায় শেষের পথে। এতে রীতিমতো সমস্যায় পড়তে হয় বিমানের পাইলটকে। বাধ্য হয়ে ইসলামাবাদ এয়ারপোর্টের সিএএর সঙ্গে কথা বলার পর অনুমতি মেলে। দুই ঘণ্টা পর জ্বালানি নিয়ে আবারও দুশানবেতের দিকে রওনা দেয় এয়ার অ্যাম্বুলেন্সটি।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *