আজ মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রকাশিত বইয়ের মধ্যে কিছু ভুল হয়েছে যাঁরা এসব ভুলের জন্য দায়ী, তাঁরা রেহাই পাওয়ার যোগ্য নন।
শিক্ষামন্ত্রী বলেন, এখানে কিছু ভুল থাকতে পারে, ছাপার ভুল, যেগুলো আমরা সংশোধনী দিয়ে হয়তো সবাইকে জানাতে পারি। কিছু ভুল থাকতে পারে, বড় ধরনের ভুল, যেগুলো হয়তো আমাদের সংশোধন করতে গেলে ওই জায়গাটা রিপ্লেস করতে হবে। তাইলে আমরা সেই ধরনের ব্যবস্থা নেব। কিছু ভুল থাকতে পারে, যেগুলো আমাদের এখানে থাকা উচিত ছিল না, সেগুলোকে ওমিট (বাতিল) করে দেওয়ার জন্য সবখানে নির্দেশ পাঠাব। ওই পাতাগুলো আমরা ছিঁড়ে নিব বা ব্লক করে দিব।
এভাবে অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নিব। আমরা আশা করি, এতে আমাদের শিক্ষার্থীরা বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হবে না।