পাথরঘাটায় পুকুর থেকে ১৬ ফুট অজগর উদ্ধার

বরগুনার পাথরঘাটা উপজেলায় একটি পুকুর থেকে ১৬ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া গ্রামের বটতলা এলাকা ইছাহাক হাওলাদারের বাড়ির পুকর থেকে সাপটি উদ্ধার করা হয়।

ইছাহাক হাওলাদার জানান, তার পুকুরের ঘাটের কাছে সাপটি ভাসতে দেখে পাথরঘাটা পৌরসভার সাপুড়ে মো. দুলালকে খবর দেয়। দুলাল ওই বাড়ির পুকুর থেকে ১৬ ফুট লম্বা অজগর সাপটি উদ্ধার করে।

তিনি বলেন, ওই সাপটি তার পুকুরে অনেক মাছ খেয়ে ফেলেছে। পরে বন বিভাগের হাতে সোপর্দ করা হয়।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. সাইদুর রহমান আকন বলেন, সাপটি উদ্ধার করে বড়টেংরা বনে অবমুক্ত করা হয়েছে।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *