এবার করোনা আক্রান্ত হলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। বর্তমানে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা বলেন, কয়েকদিন আগে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগদানের জন্য সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করা হয়। তখন স্যারও করোনা পরীক্ষা করান। এতে তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
এত দিন জাহিদ ফারুক শামীম বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল সিএমএইচে ভর্তি হয়েছেন। তাঁর শারীরিক অবস্থা ভালো আছে। পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।