পূর্ণদৈর্ঘ্য ছবিতে সংগীতশিল্পী আসিফ

সংগীতশিল্পী আসিফ আকবর পূর্ণদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেছেন। ছবির নাম ‘গহীনের গান’। আসিফের গাওয়া নয়টি গানের ওপর ছবিটি তৈরি করছেন লেখক ও নির্মাতা সাদাত হোসাইন।

গত ১ থেকে ৩ আগস্ট আশুলিয়ার মমতাপল্লীতে ‘গহীনের গান’-এর প্রথম ধাপের শুটিং হয়েছে।

ছবিটিতে তাঁর বিপরীতে তানজিকা আমিন কাজ করছেন। ঈদুল আজহার পর ছবিটির সঙ্গে যুক্ত হবেন প্রথম সারির একজন চিত্রনায়িকা। ওই সময় প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ শিল্পী তালিকা। আমাদের বিশ্বাস, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটি নতুন ধারার একটি কাজ হতে যাচ্ছে।

‘গহীনের গান’ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো একটি পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম হতে যাচ্ছে। আমি সেটিতে অভিনয় করছি। এ কারণে আমি খুব ভাগ্যবান। আমরা পুরো ইউনিট খুব পরিশ্রম করছি। আমরা চাচ্ছি দর্শককে নতুন কিছু উপহার দিতে।’

আসিফের সঙ্গে অভিনয় প্রসঙ্গে তানজিকা আমিন বলেন,‘আসিফ আকবর যে নায়কও এর প্রমাণ আপনারা এবার পাবেন। তাঁকে অন্যরকম লাগবে।কাজ করতে গিয়ে বুঝেছি তিনি খুব কো-অপারেটিভ।’

 

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *