পৃথিবীর বৃহত্তম জাহাজ হারমোনি’র যাত্রা শুরু

পৃথিবীর বৃহত্তম জাহাজ হারমোনি অফ দ্য সি যাত্রা শুরু করলো। ফ্রান্সের কারখানায় দীর্ঘ ৩২ মাস কাটিয়ে দক্ষিণ ইংল্যান্ডের সাউদ্যাম্পটনের উদ্দেশে নিজের প্রথম যাত্রা শুরু করল ‘হারমোনি’। জাহাজটি সবদিক দিয়ে টাইটানিকের চেয়ে এগিয়ে।

গত রবিবার সেটিকে দেখতে প্রায় ৭০ হাজার মানুষ ভিড় জমায়।

    index

১২ হাজার টন ওজনের এই জাহাজটি ২১৭ ফুট চওড়া। যা বিশ্বের মধ্যে সর্বাধিক। ১ হাজার ১৮১ ফুট লম্বা জাহাজটি মোট ৬ হাজার ৩৬০ যাত্রী ও ২ হাজার ১০০ জন কর্মী বহন ক্ষমতাসম্পন্ন। এতে ২০টি ডায়নিং হল, ২৩ টি সুইমিং পুল ছাড়াও ১০ হাজার চারাগাছ ও ৫০টি গাছের একটি বাগান রয়েছে। জাহাজে উঠলে বোঝার উপায় নেই যে, এটি কোন জাহাজ নাকি ফাইভ স্টার হোটেল। সকল ধরণের বিনোদনের সুযোগ-সুবিধা রয়েছে হারমোনি অফ দ্য সি- তে। মার্কিন সংস্থা রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ লিমিটেড–এর জন্য তৈরি করা হয়েছে ১৬ তলার এই জাহাজটি। খরচ পড়েছে প্রায় এক বিলিয়ন ইউরো। মঙ্গলবার সাউদ্যাম্পটন হয়ে ২২ মে বার্সেলোনা পৌঁছবে হারমোনি অফ দ্য সি।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *