পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮০০০ টাকা নির্ধারণ

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ করেছে সরকার।

আজ বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বলেন, যেহেতু পাঁচ বছর পরে মজুরি পুনর্নির্ধারণের একটি বিধান রয়েছে। ডিসেম্বরের মধ্যে এই বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশিত হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন মজুরি কাঠামোতে মূল বেতন চার হাজার ১০০ টাকা। আগের বারের তুলনায় এই বেতন ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ২০০৬ সালে ন্যূনতম মজুরি ছিল এক হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা, ২০১০ সালে তিন হাজার টাকা এবং ২০১৩ সালে ছিল পাঁচ হাজার ৩০০ টাকা।’

প্রতিমন্ত্রী জানান, গত ১৪ জানুয়ারি পোশাক শ্রমিকদের বিদ্যমান বেতন পর্যালোচনা করার জন্য সরকার একটি নতুন মজুরি বোর্ড গঠন করে। পোশাক মালিকরা শ্রমিকদের ন্যূনতম মজুরি হিসেবে ছয় হাজার টাকা করার প্রস্তাব দেয়। তবে শ্রমিকরা ন্যূনতম মজুরি ১২ হাজার টাকা করার দাবি জানায়।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয়পক্ষের সঙ্গে বৈঠক করেন এবং আট হাজার টাকা মজুরি নির্ধারণ করেন।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *