প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখুন : মাশরাফি

মাশরাফি আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট দিতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে নড়াইলের জনগণসহ দেশবাসীর প্রতি আহবান জানান।

মাশরাফি বলেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী দেশবাসীকে আরো উন্নয়ন ও একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিবেন।

বৃহস্পতিবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিজস্ব বাসভবন সুধাসদন থেকে নড়াইলে একটি সমাবেশে বক্তৃতাকালে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও সমাবেশে বক্তব্য দেন। মাশরাফি তাঁকে দলের মনোনয়ন দেওয়ায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাঁর নির্বাচনী প্রচারণায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নড়াইলের আওয়ামী লীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, তাঁর পায়ে ইনজুরি রয়েছে, চিকিৎসা নিচ্ছেন যত শিগগির সম্ভব দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার আশা প্রকাশ করেন।

কনফারেন্স চলাকালে মাশরাফিকে হীরার টুকরা বলে আখ্যা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মাশরাফি একটা হীরার টুকরা। একটাই হীরার টুকরা নড়াইল থেকে আমরা নিয়ে এসেছি। আবার নড়াইলে দিলাম।’

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *