দার্জিলিংয়ে ‘বিজলী’ ছবির গানের শুটিং করছেন নায়িকা ববি। চলতি সপ্তাহ পুরোটাই তাঁরা দার্জিলিংয়ে শুটিং করবেন। আগামী সপ্তাহে কলকাতায় শুটিং করার কথা রয়েছে, মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ ও থাইল্যান্ডে শুটিং করার কথা রয়েছে।
ছবিটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। নায়িকা ববির বিপরীতে অভিনয় করবেন নবাগত নায়ক রণবীর। আর এই ছবির মাধ্যমেই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ববি।