প্রিয়ঙ্কা গান্ধীকে আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীকে আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ। শুক্রবার (১৯ জুলাই) মির্জাপুরে তাকে আটক করা হয়। সোনভদ্রে যাওয়ার আগেই মির্জাপুরের কাছে আটকে দেওয়া হল। সেই সঙ্গে তাঁকে আটকও করা হয়।

প্রিয়াঙ্কার নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল শুক্রবার নিহতদের পরিবারদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সোনভদ্রে। মাঝপথে বাধা পেয়েই রাস্তার উপর সদলবলে বসে পড়েন তিনি।

গত বুধবার উত্তরপ্রদেশের মির্জাপুরে জমি বিবাদকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ১০ জন, আহত হন অনেক‌ে। বারাণসীতে সোনভদ্রের ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন। তার পর তিনি নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে ওই গ্রামের উদ্দেশে রওনা দেন।

কিন্তু পুলিশি বাধার মুখে পড়তে হয় তাঁকে। গ্রামে কোনও রকম জটলা করা যাবে না এই নির্দেশ আগেই জারি করেছিল প্রশাসন। প্রিয়ঙ্কা যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *