বগুড়ায় অন্তঃসত্ত্বা কিশোরীর আত্মহত্যা, দুলাভাই গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় আপন দুলাভাইয়ের সাথে অবৈধ সম্পর্কে অন্তঃসত্ত্বা কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়বাড়ীয়া ইসলামপুর গ্রামে। ওই কিশোরীর নাম আমেনা খাতুন (১৪)। স্থানীয় ভাটাহাট দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী ছিল সে।
পুলিশ কিশোরীর দুলাভাই একই উপজেলার ছাতনী গ্রামের রফিকুল ইসলাম (২৮) ও তার মা রওশন আরাকে গ্রেফতার করেছে। এঘটনায় থানায় মামলা হয়েছে।

জানাগেছে, দুলাভাই রফিকুলের সাথে অবৈধ সম্পর্কের ফলে কিশোরী অন্ত:সত্ত্বা হয়। বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে মঙ্গলবার বগুড়া শহরে এনে গর্ভপাত ঘটানোর চেষ্টা করে ব্যর্থ হয়। অবশেষে শ্যালিকাকে নিয়ে বাড়ি ফিরে যায় রফিকুল। রাতে আমেনা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করে। এসময় রফিকুল ও তার মাকে গ্রেফতার করে পুলিশ।

এঘটনায় নিহত আমেনার পিতা বাচ্চু আকন্দ বাদী হয়ে রফিকুল ও তার মায়ের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করেছেন।

দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

About স্টাফ রিপোর্টার

Check Also

গৃহবধূ রাফিজার মুখে হেক্সিসল ঢেলে হত্যার চেষ্টা

টাঙ্গাইলের কালিহাতীতে যৌতুকের জন্য রাফিজা সুলতানা নামে এক গৃহবধূকে পিটিয়ে মুখে হেক্সিসল ঢেলে হত্যাচেষ্টা করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *