বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ৩ ছাত্র বহিষ্কারের ঘটনায় ভাংচুর

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কারের ঘটনায় ২ টি হল ও প্রশাসনিক ভবনে ভাংচুর করা হয়েছে। আজ বুধবার দুপুরে ও মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ে এ ভাংচুরের ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় স্বাধীনতা দিবস হলে ঢুকে ছাত্র ফরিদ মল্লিককে মারাত্মক জখম করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সম্রাট বিশ্বাস, মাহাদি হাসান ও জাহাঙ্গীর আলম। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারী ওই ৩ জনকে হল থেকে  তাৎক্ষণিক বহিষ্কার করে। মঙ্গলবার রাতে পুলিশ বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। পরে পুলিশের গাড়ি অবরুদ্ধ করে ওই গ্রুপের লোকজন ৫ জনকে পুলিশের গাড়ি থেকে নামিয়ে রাখে। মঙ্গলবার রাত ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হল ও বিজয় দিবস হলে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে প্রশাসনিক ভবনে হামলা চালিয়ে ভিসির কক্ষ, অফিস কক্ষ সহ বিভিন্ন কক্ষ  ভাংচুর করা হয়। দুপুর দেড় টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বুধবার দুপুরে হঠাৎ করে ১০/১২ জন প্রশাসনিক ভবনে ঢুকে ভিসির কক্ষসহ প্রশাসনিক ভবনের কক্ষ ভাংচুর করে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হল ও বিজয় দিবস হলে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। ধারণা করা হচ্ছে হল থেকে বহিষ্কৃত ওই ৩ ছাত্রের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।

About স্টাফ রিপোর্টার

Check Also

bdnews24, prothom-alo

কোটি মা উপবৃত্তি পাবেন

দেশের প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিশুদের এক কোটি ৩০ লাখ মা উপবৃত্তি পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *