নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বঙ্গভবনে প্রবেশ করবেন খালেদা জিয়া। বিকেল সাড়ে ৪টায় বিএনপির ১০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক হওয়ার কথা রয়েছে।
গত ১২ ডিসেম্বর নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার বিষয়টি জানানো হয়। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আগামী কমিশন ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবে।
গত ১৮ নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ইসি গঠনের লক্ষ্যে ১৩ দফা প্রস্তাব দেন। তিনি বিভিন্ন সময় জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী ও নিবন্ধিত রাজনৈতিকগুলোর সঙ্গে আলোচনারও আহবান জানান।